মোদির সফরে তিস্তা চুক্তি হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনের সফরেই তিস্তা নদীর পানিবন্টন চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশ্বস্ত করেছে ভারত। তিনি আরো বলেন, এসময় তিস্তার পাশাপাশি আরো অভিন্ন ৬টি নদীর পানিবন্টন বিষয়ক সমঝোতা স্মারক সই হয়ে যেতে পারে। সোমবার (২ মার্চ) বিকেলে এই সাংবাদিকদের এ কথা বলেন।
তিস্তা নদীর তথ্য হালনাগাদ করে তা সমন্বয়ের চেষ্টা চলছে বলে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, সম্ভবত এ বছরের মধ্যে অভিন্ন নদীটির পানি বণ্টনের চুক্তি সই হবে। তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে জানতে চাইলে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশেরই আগ্রহ রয়েছে। অভিন্ন নদীটির পানির তথ্য হালনাগাদ করে সমন্বয়ের প্রক্রিয়া চলছে। এ বছরের মধ্যেই তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের সম্ভাবনা আছে।
