ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন ভারতের সৌরভ গাঙ্গুলি


১৮ অক্টোবর ২০১৯ ০২:০৩

ফাইল ছবি

কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। ইতিমধ্যে শেখ হাসিনার কাছে আমন্ত্রণ পাঠানোও হয়েছে বলে জানা যায়। এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর ইডেনে হবে সেই টেস্ট। বাংলাদেশ-ভারতের সেই স্মরণীয় মুহূর্তকে উৎসবের আমেজে রাঙিয়ে তুলতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। ভারতীয় এক দৈনিক জানায়, ‘শেখ হাসিনার কাছে আমন্ত্রণ ইতিমধ্যে চলে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণ গ্রহণ করে এখনো কোনো উত্তর না এলেও মনে করা হচ্ছে যেকোনো মুহূর্তে চলে আসতে পারে। তবে ধরেই নেয়া যায়, এমন এক ঐতিহাসিক টেস্টে থাকার বিষয়ে তিনি সম্মতিই দেবেন।’

পত্রিকাটি আরও বলছে, ভারতের পক্ষ থেকে এই টেস্ট ম্যাচের উদ্বোধনে কে থাকবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অথবা দু’জনকেই একসঙ্গে দেখা যাবে এই ঐতিহাসিক মঞ্চে? এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এ নিয়ে আগ্রহ বেড়ে যাওয়ার কারণ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগে সৌরভ রাজধানী নয়াদিল্লিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে বৈঠক করেছেন। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে, সৌরভ হয়তো আগামী দিনে বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রিন্স অব কলকাতা সৌরভ। শুধু তাই নয়। এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে দু’দেশের কোন কোন ব্যক্তিত্ব প্রধান অতিথি হতে যাচ্ছেন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের কেউ কেউ জানিয়েছেন, এসব ক্ষেত্রে ‘প্রোটোকল’ হচ্ছে, যখন অন্য দেশের প্রধানমন্ত্রী কোনো দেশে আসেন, তখন স্বাগতিক দেশের প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) থেকেই ঠিক করা হয়, কারা আসবেন। সেই অনুমতি পাওয়ার পরেই অতিথিদের তালিকা তৈরি হয়।’


টেস্টে অধিনায়ক হিসেবে ঢাকাতেই অভিযান শুরু হয়েছিল সৌরভ গাঙ্গুলির। বাংলাদেশের অভিষেক হওয়া সেই টেস্টে অবশ্য জিতেছিল ভারতই। ফলে অধিনায়কত্বের মতো বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এই টেস্টকে উৎসবের রংয়ে রাঙিয়ে দিতে চান কলকাতার ‘দাদা’। নভেম্বরে ভারতের মাটিতে টি-টুয়েন্ট ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। কোহলি-রোহিতদের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে টাইগাররা। আগামী ৩ নভেম্বর তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ৭ ও ১০ তারিখে সিরিজের বাকি ম্যাচ দুটি হবে। ম্যাচ তিনটি যথাক্রমে দিল্লি, রাজকোট ও নাগপুরে হবে। এরপর ভারত ও বাংলাদেশের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে, ইন্দোরে ১৪ নভেম্বর থেকে। আর দ্বিতীয় তথা শেষ টেস্টটি কলকাতার ইডেনে গার্ডেনে, ২২ নভেম্বর থেকে।