ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


দক্ষিণখানে রাস্তা পার হতে হয় বাঁশের সাঁকোতে


১৪ অক্টোবর ২০১৯ ০৪:৩৪

ছবি সংগৃহীত

আলিফ হাসান, উত্তরা প্রতিনিধি: বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের ইশাল কলোনী এলাকার বাসিন্দাদের। বেশকিছু রাস্তার এখন বেহাল দশা।

এলাকাবাসী বলছে কাউন্সিলররা বারবার আসে এবং এসে দেখে যায়। বরাবরের মতো আশা দিয়ে যায় সংস্কার এর কাজ করবে। তবু এখন পর্যন্ত কোন সংস্কারের কাজ শুরু হয়নি। দ্রুত রাস্তাগুলোর মেরামত করার দাবি এলাকাবাসীর। সবসময় যাতায়ত করতে হয় বাঁশের সাঁকো দিয়ে।

প্রায় প্রতিদিনই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। তাই স্থানীয়দের দাবি দ্রুত এ রাস্তা মেরামত করা হোক। এ বিষয়ে ৫০ নং ওয়ার্ড এর কাউন্সিলরের সহযোগিতা চেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন শুধু একমাত্র ভরসা বাঁশের সাঁকোর।