ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


বুয়েটের আন্দোলন শিথিল: ভর্তি পরীক্ষা যথাসময়েই


১৩ অক্টোবর ২০১৯ ০১:২৭

সংগৃহীত ছবি

বুয়েটের চলমান আন্দোলনের জন্য যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল ভর্তি পরীক্ষার কারণে সেই আন্দোলন শিথিল করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা,ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।শনিবার দুপুর আড়াইটার দিকে তারা এ ঘোষণা দেন।

এসময় তারা শিক্ষকদের প্রতি তাদের আস্থার কথা জানিয়েছেন। বুয়েট প্রশাসনের কিছু ইতিবাচক পদক্ষেপেরও প্রশংসা করেন শিক্ষার্থীরা।

সেইসঙ্গে প্রধানমন্ত্রীক শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান বুয়েট শিক্ষার্থীরা। তারা বলেন, শুরু থেকেই প্রধানমন্ত্রী আমাদের পাশে ছিলেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে ভর্তি পরীক্ষার জন্য আগামী ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিল থাকবে। ভর্তি পরীক্ষা চলাকালীন আন্দোলনরত শিক্ষার্থীরা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবক সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।

নতুনসময়/এসএম