কেনা হচ্ছে দেড় লাখ ইভিএম

দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৮২৫ কোটি ৩৪ লাখ টাকা। তিন ধাপে এই টাকা দেওয়া হবে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
প্রকল্প সূত্র জানায়, বাংলাদেশ মেশিন টুলস ফেক্টরি এই ইভিএম সরবরাহ করবে। ইভিএমগুলো সংগ্রহের পর সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে ইভিএমের ১০ বছরের ওয়ারেন্টির বিষয়টি নিশ্চিত করতে হবে। সভা শেষে প্রকল্পগুলোর বিষয়ে সাংবাদিকদের কাছে তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, কোনোভাবেই যেন ইভিএমের অপব্যবহার না হয় সেদিকে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী বলেন, আজকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, পর্যায়ক্রমে ইভিএম ব্যবহার করার জন্য বলেছেন। আমরাও ইভিএম প্রকল্পটি অনুমোদন দিয়েছি। তিনটি পর্যায়ে ইভিএম কেনার টাকা দেওয়া হবে। একাদশ জাতীয় নির্বাচনে কী পরিমাণ ইভিএম ব্যবহার হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এটা নির্বাচন কমিশনের ব্যাপার।
তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, এটা ধাপে ধাপে ব্যবহার করা হবে। ধাপে ধাপে বলতে তিনি কী বুঝিয়েছেন, তা হয়তো গাইডলাইন দিবেন। তার হয়তো কোনো চিন্তা আছে। ইভিএম বিষয়ে যেন বিভ্রান্তি তৈরি না হয়, সে জন্য শহরের কেন্দ্রগুলোতে ইভিএম ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, জানান মন্ত্রী মুস্তফা কামাল।
এসএ