ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭১২ ডেঙ্গু রোগী


২ আগস্ট ২০১৯ ০৬:২৬

ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১৭১২ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুমে সূত্রে জানা গেছে, এবছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১৩ জন। এরমধ্যে শুধুমাত্র জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬১৪ জন। এছাড়া সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ১৪ জনের।

অন্যদিকে, আসন্ন ঈদুল আজহায় ঢাকা থেকে প্রায় অর্ধকোটি মানুষ ঢাকা ছাড়বে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই জ্বরে আক্রান্তদের ঈদে রাজধানী না ছাড়তে পরামর্শ দিয়েছেন তারা।