ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৫ই পৌষ ১৪৩২


এরশাদের মৃত্যুতে জাতীয় পার্টির ৩ দিনের শোক ঘোষণা


১৫ জুলাই ২০১৯ ০৩:০১

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে দলটি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে রবিবার বিকেলে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এ কর্মসূচির ঘোষণা করেন।

জাতীয় পার্টির নেতাকর্মীরা তিন দিন শোক পালন করবে জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করবে। দলীয় কার্যালয়ে দলীয় পতাকার সঙ্গে কালো পতাকা থাকবে। এছাড়া শোকবই খোলা হবে। কূটনীতিকসহ সর্বসাধারণের স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে, রবিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন হুসেইন মুহম্মদ এরশাদ।


নতুনসময়/এমএন