ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২


এরশাদের কিডনি ও লিভার অকেজো হয়ে গেছে: জিএম কাদের


১৩ জুলাই ২০১৯ ০১:০৫

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কিডনি এবং লিভার অকেজো হয়ে গেছে এবং তার দেহে ইনফেকশন কমলেও অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না’ বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

চিকিৎসকদের তথ্যানুযায়ী এরশাদের অবস্থা এখনও অপরিবর্তিত ও আশঙ্কাজনক বলে উল্লেখ করে জিএম কাদের আরও বলেন, ডায়ালাইসিস করে তার কিডনির কাজ করানো হচ্ছে। অন্যদিকে তার লিভারও অনেকটাই অকেজো হয়ে গেছে।

হিমগ্লোবিনের মাত্রা অনেক বেড়ে গেছে। তিনি এখন স্বাভাবিকভাবে কোনো খাবার গ্রহণ করতে পারছেন না। তার শিরার মাধ্যমে এখন পুষ্টি দেয়া হচ্ছে।


নতুনসময়/এমএন