ঢাকা সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীরের ইন্তেকাল


১০ জুলাই ২০১৯ ২০:৩৫

বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

র্দীঘদিন ধরে বরেণ্য এই সাংবাদিক মাইলো ফাইব্রোসেস (রক্তের ক্যান্সার) আক্রান্ত ছিলেন। সোমবার বেলা ১১টার দিকে তাকে ওই হাসপাতালে লাইফ সার্পোট দেওয়া হয়। তার ছেলে অর্পূব জাহাঙ্গীর জানান, রাত হওয়ায় বাবার মরদেহ হিমঘরে রাখা হয়েছে। বুধবার সকাল আটটায় রাজধানীর শান্তি নগরের কুলসুম টাওয়ারের বাসায় নেওয়া হবে। দাফন ও জানাজার বিষয়ে সকালে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০ সালের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয় যুক্ত হন। এছাড়া সাংস্কৃতিক পরিমন্ডলেও যুক্ত ছিলেন তিনি। নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়ক পাশাপাশি আর্ন্তজাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।