ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


৩ দিনের সফরে আজ সন্ধায় ঢাকা আসছেন বান কি মুন


১০ জুলাই ২০১৯ ০১:৪৭

তিন দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। মঙ্গলবার (০৯ জুলাই) সন্ধ্যায় তিনি ঢাকা পৌঁছাবেন।

আগামী বুধবার (১০ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) ঢাকা বৈঠকে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় আয়োজিত গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন (জিসিএ)- শীর্ষক সম্মেলনে যোগ দিতে আসছেন বান কি মুন। সন্ধ্যায় বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার শুরু হওয়া ওই বৈঠক উপলক্ষে জলবায়ু পরিবর্তন বিষয়ক কানাডার দূত প্যাট্রেসিয়া ফুলারসহ আরও অনেক বিদেশি প্রতিনিধি ঢাকায় আসছেন।

এদিকে বুধবার বিকালে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতির ঢাকায় আসার কথা রয়েছে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্টবিষয়ক স্পেশাল অ্যাডভোকেট।

এছাড়াও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) ঢাকা বৈঠকে যোগ দিতে মঙ্গলবার আসছেন মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনেরাবল ফোরামের প্রধান হিলদা ক্যাথি হেইন।

উল্লেখ্য, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এর আগে ২০১১ সালে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।


নতুনসময়/এমএন