ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৫ই পৌষ ১৪৩২


ওয়ারেন্ট ইস্যু হলেই গ্রেফতার হবে ডিআইজি মিজান: স্বরাষ্ট্রমন্ত্রী


২৭ জুন ২০১৯ ০২:০৭

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ওয়ারেন্ট ইস্যু হলেই গ্রেফতার হবে ডিআইজি মিজান।

বুধবার দুপুরে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মিজান দেশে আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, যেহেতু সে একজন উচ্চ পদস্থ অফিসার। সে সাময়িক বরখাস্ত হয়েছে, এখন তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এগুলি তদন্তের পরে- আইনের মাধ্যমে এর সুরাহা হবে।

গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ওয়ারেন্ট ইস্যু হলেই, মানে সে আত্মসমর্পণ করবে কিংবা গ্রেফতার হবে।


নতুনসময়/এমএন