ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


ভোলায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা


১৭ এপ্রিল ২০১৯ ২৩:১১

ভোলায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

‘‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’’ এই স্লোগানে ভোলায় জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি সেবা সপ্তাহ ১৬-২০ এপ্রিল,২০১৯ইং উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭এপ্রিল) সকালে ভোলা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক,জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএস সেবা, সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার প্রমূখ।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বাস্থ্য ও পুষ্টি সেবা সচেতনতা এবং খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।