ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


বনানীর অগ্নিকাণ্ডে আহত ৫৯ জন এখনো চিকিৎসাধীন


২৯ মার্চ ২০১৯ ২৩:০৬

ফাইল ছবি

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ৫৯ জন রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বাকিরা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ফিরে গেছেন।

শুক্রবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. বোরহান উদ্দিন জানান, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি সাতজন, ঢামেক বার্ন ইউনিটে ছয়জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে পাঁচজন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন, অ্যাপোলো হাসপাতালে ছয়জন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন চিকিৎসাধীন রয়েছেন।

এদের মধ্যে কারোর অবস্থা আশঙ্কাজনক নয়। বেশিরভাগই শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন।