ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


করোনা চিকিৎসায় বাংলাদেশে বিস্ময়কর অগ্রগতি, সফল হল প্লাজমা থেরাপি


১৯ মে ২০২০ ০৪:২০

প্রথমবারের মতো করোনা চিকিৎসায় একটি নির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করে সাফল্য পেল বাংলাদেশ। পুলিশ হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীদের ওপর প্লাজমা থেরাপি প্রয়োগ করে এসেছে এই সাফল্য। সোমবার (১৯ মে) সন্ধ্যায় এ খবর জানানো হয়। প্লাজমা থেরাপির প্রয়োগে রোগীর অক্সিজেন নেয়ার ক্ষমতা ৩০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আরো প্লাজমা সংগ্রহের প্রক্রিয়া চলছে।