ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে সিওমেকের সাবেক পরিচালক


৮ মে ২০২০ ২২:০৬

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডা. মীর মাহবুবুল আলম।

বুধবার (৭ মে) হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

ডা. মীর মাহবুবুল আলম ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিওমেক) পরিচালকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিক্যাল সাইন্সের ডিনের দায়িত্বে ছিলেন তিনি।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, তিনি দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। লিভার সিরোসিস ছাড়াও ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত। এ অবস্থায় কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

তার স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, প্রথমে তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবশ্য এরআগে বুধবার তার নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষা করা হলেও শুক্রবার ফলাফল নেগেটিভ আসে বলে জানান সংশ্লিষ্টরা।

তবে ডা. মীর মাহবুবুল আলমের অবস্থা আশঙ্কাজনক, জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

নতুন সময়/এআর