ঢাকা মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


করোনা ভাইরাস ধরার মেশিন আসছে বাংলাদেশে!


১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:১৬

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে করোনা ভাইরাসসহ যেকোনো ভাইরাস ধরার স্ক্যানিং মেশিন দিবে। যে কোন ভাইরাস থাকলে এবং এটার মধ্যে গেলে ওটা ধরা পড়বে। বিনামূল্যেই তারা এটি বাংলাদেশকে দিবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


মন্ত্রিসভার বৈঠকে করোনা ভাইরাস নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না-একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটা নিয়ে রেগুলার আলোচনা হচ্ছে তবে আজকে সুনির্দিষ্ট করে কোন আলোচনা হয়নি। এর আগে গতকাল এবং বৃহস্পতিবারও আলোচনা হয়েছে।

সচিব বলেন, কোরিয়া থেকে আমাদেরকে একটি স্ক্যানিং সিস্টেম অ্যাওয়ার্ড করা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি বলেছেন, তার কাছে একটি অফার এসেছে। সবগুলো বিমানবন্দরেই এগুলো বসানো হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরও বলেন, এখনো আমরা চিঠিটা পাইনি। তবে এটি কোরিয়ান একটি টেকনোলজির। উনারা বলছেন যেকোন ভাইরাস আসলেই ধরা পড়বে।