ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


পেঁয়াজ নিয়ে সুসংবাদ দিল পাইকাররা


১৮ নভেম্বর ২০১৯ ০৬:২০

ইতিমধ্যে বাজারে ওঠা শুরু করেছে নতুন মৌসুমের পেঁয়াজ। বাংলাদেশের প্রায় সব পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে প্রতি মণে ৪০০ টাকা পর্যন্ত। আশা করা যাচ্ছে, পাইকারি বাজার থেকে এই পেঁয়াজ ছড়িয়ে পড়লে পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে।

রবিবার (১৭ নভেম্বর) কাওরান বাজারের পাইকারদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। পাইকাররা জানান, ইতোমধ্যে পাতা পেঁয়াজ বাজারে ওঠা শুরু করেছে। আর এ মাসের শেষের দিকেই পেঁয়াজ ওঠা শুরু করবে। তখন প্রতিদিন কেজিতে ১০ থেকে ২০ টাকা কমতে শুরু করবে। দেশের বাইরে থেকে বেশি বেশি আমদানি করা সম্ভব হলে পেঁয়াজের বাজার এমনিতেই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।

এর আগে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিসর থেকে কার্গো বিমানযোগে আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছাবে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর)। এস আলম গ্রুপ বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করছে, এটি তার প্রথম চালান। পর্যায়ক্রমে অন্য আমদানিকারকদের আনা পেঁয়াজ কার্গো উড়োজাহাজযোগে ঢাকায় পৌঁছবে।