১৪ কোটি ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইইউ

সরকারের আর্থিক ব্যবস্থাপনা সংহত করা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কৌশল বাস্তবায়নে সরকারকে ১৪ কোটি ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
বর্তমান বিনিময় হার (১ ইউরোতে ৯৫ টাকা হিসাবে) অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় এক হাজার ৩৫০ কোটি টাকা।
এর মধ্যে সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করণে দেওয়া হবে এক কোটি ইউরো, আর বাকি ১৩ কোটি ২০ লাখ ইউরো দেওয়া হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বুধবার সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে ইআরডি সচিব মো. মনোয়ার আহমেদ এবং ইইউ‘র পক্ষে রাষ্ট্রদূত রেনজি টিরিংক চুক্তিতে স্বাক্ষর করেন।