ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে দ. কোরিয়া


১৫ জুলাই ২০১৯ ২০:২৫

ছবি সংগৃহিত

অর্থনৈতিক সহযোগিতার পাশিাপাশি বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানো হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নক-ইয়ন।

বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাতে আরও বিনিয়োগ করা হবে।’

রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন। এফবিসিসিআই এবং কেআইটিএ (কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশন) যৌথভাবে এ ফোরামের আয়োজন করে।

এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি, পরিচালক এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ছাড়াও সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা অংশ নেন।

ফোরামের শুরুতে সকালে ‘কোরিয়া সরকারের নতুন দক্ষিণ নীতি ও কোরিয়া-বাংলাদেশ সহযোগিতা কৌশল’ এবং ‘কোরিয়া-বাংলাদেশ সহযোগিতার সর্বোত্তম চর্চা’- বিষয়ে দু’টি সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মি. নাভাশ চন্দ্র মণ্ডল এবং কোরিয়ার পক্ষ থেকে কেটি করপোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজ. ডল সুন জু প্রবন্ধ উপস্থাপন করেন। দ্বিতীয় সেশনে কেইপিজেডের সভাপতি জাহাঙ্গীর সাদাত এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোহাম্মদ এনামুল কবির প্রবন্ধ উপস্থাপন করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কোরিয়াকে বাংলাদেশের অন্যতম বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, ‘কোরিয়ার প্রধানমন্ত্রীর এ বাংলাদেশ সফর দুই দেশের সব ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।’

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘বাংলাদেশে ষষ্ঠ বৃহৎ বিনিয়োগকারী দেশ হচ্ছে কোরিয়া। বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় শিল্প মন্ত্রণালয় কার্যকর উদ্যোগ অব্যাহত রেখেছে।’

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বলেন, ‘গত অর্থবছরে বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য ১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিনিয়োগ আকর্ষণে সরকার ব্যবসা পরিচালনা সহজ করার বিশেষ উদ্যোগ নিয়েছে।’