ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


নতুন সিরিজে দুই নেটওয়ার্ক


১ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৯

নতুন সিরিজের নাম্বার নিয়ে বাজারে আসছে দেশসেরা মোবাইল ফোন নেটওয়ার্ক বাংলালিংক ও গ্রামীনফোন।

প্রাথমিক ডিজিট ০১৩ তে গ্রামীণফোন আর ০১৪তে বাংলালিংক সাময়িক সময়ের জন্য হলেও নতুন কিছু নম্বরে গ্রাহক সংযোগ দেবে।

এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানায়, গ্রামীণফোন ‘০১৩’ এবং বাংলালিংক ‘০১৪’ সিরিজে ২০ লাখ সংযোগ দেবে। নতুন সিরিজের অনুমোদন পেলেও সিম বিক্রির সীমা বেঁধে দেয়া হয়েছে। এ সিরিজের মাত্র ২০ লাখ করে নম্বর বিক্রি করতে পারবে প্রতিষ্ঠান দুটি। গত রোববার বিটিআরসি একটি কমিশন বৈঠকে অপারেটর দুটিকে আরও একটি করে নম্বর সিরিজ দেয়ার সিদ্ধান্ত হয়।

বর্তমানে গ্রামীনফোন ০১৭ ও বাংলালিংক ০১৯ ব্যবহার করছে। বেশ কয়েক বছর ধরে জিপি তাদের দশ কোটির কোটা পূরণ হওয়ার কথা বলে আরও একটি নম্বর সিরিজ বরাদ্দ দেয়ার দাবি করছে।

তারা চেয়েছিল ০১৩। তবে, ২০১৬ সালে প্রথমে এ বিষয়ে দাবি তোলা বাংলালিংক চেয়েছিল ০১০ সিরিজটি। কিন্ত এই সিরিজটি মেসার্স বিবিটিটি নামের একটি কোম্পানির জন্য বরাদ্দ দেয়া ছিল।