ঢাকা বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২

সাভারে গৃহবধূকে কুড়ালের আঘাতে হত্যা, স্বামী আটক


১২ জুন ২০১৯ ২১:১২

প্রতীক ছবি

সাভারে নাজমা বেগম (৩৩) নামের এক গৃহবধূকে কুড়ালের আঘাতে হত্যা করেছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকালে বিরুলিয়া ইউনিয়নের আকরাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার থানা এলাকার পুটিজানা এলাকায়। সে পোশাক কারখানায় কাজ করতো বলে জানা যায়। আটককৃত স্বামী সুরুজ্জমান বকুল (৪৫) একই থানায় তার গ্রামের বাড়ি। সে আকরাইন এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করতো।

পুলিশসূত্রে জানা যায়, গ্রামের বাড়ির সম্পত্তি নিজেদের তিন মেয়ের নামে লিখে দেওয়াকে কেন্দ্র করে বিকালে নাজমা আক্তারের সাথে তার স্বামী সুরুজ্জামানের কথা-কাটাকাটির সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে সুরুজ্জামান ধারালো কুড়াল দিয়ে স্ত্রী নাজমা বেগমকে এলোপাথারী কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই নাজমা আক্তার নিহত হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী "নতুন সময়কে" বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়ণা তদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুুতি চলছে। এঘটনায় স্বামীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।