ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

সাবেক-বর্তমান দুই এমপিকে দুদকের জিজ্ঞাসাবাদ


৬ মে ২০১৯ ০৫:২৪

ফাইল ছবি

সরকারি টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ও বর্তমান দুই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন বগুড়া-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও নোয়াখালী-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।

রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ এপ্রিল দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম সংসদ সদস্য জিন্নাহকে তলবি নোটিশ পাঠান। আর ২৮ এপ্রিল দুদক প্রধান কার্যালয় থেকে মোহাম্মদ আলীকে নোটিশ পাঠানো হয়। প্রাথমিক অনুসন্ধানে মোহাম্মদ আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে কোটি কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য মিলেছে বলে নিশ্চিত করেছে দুদক।