ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণ, ৩ পুলিশ সদস্য আহত


৩০ এপ্রিল ২০১৯ ০৬:৩২

রাজধানীর গুলিস্তানে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘঠেছে। তবে কি বিস্ফোরণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

আজ সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে আটটার দিকে গুলিস্তানের পাতাল মার্কেটের উপরের রাস্তায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ট্রাফিক পুলিশ সদস্য ও এক পুশিল কনস্টেবল আহত হয়েছেন । আহতরা সবাই  ঢামেকে  চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলে পল্টন থানা পুলিশ উপস্থিত রয়েছে। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে। তবে উপস্থিত জনতা দাবি করছে এটা ছোটখাটো কোন বোমা হতে পারে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিফ সার্জেন্ট রাফি বলেন, ‘ঘটনার সময় আমি পাশেই ডিউটি করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমি বারুদের গন্ধ পেয়েছি এবং অনেক ধোঁয়া দেখতে পাই। এ ঘটনায় আমাদের একজন কনেস্টবল আহত হয়েছে।’

বর্তমানে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা।