মাদকবিরোধী অভিযানে রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৯০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে মাদকদ্রব্যসহ ৯০ জন মাদক বিক্রেতা ও সেবনকারী গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৮১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬১৭ গ্রাম ৮৪৪ পুরিয়া হেরোইন, ৮৭৭ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা রুজু হয়েছে।