নাজমুল হুদাকে দুদকে তলব

ঘুষ নেওয়ার অভিযোগে মাতঝিল থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৪ ফেব্রুয়ারি (রোববার) দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম তাঁকে তলব করে চিঠি পাঠিয়েছেন।
নাজমুল হুদার বিরুদ্ধে করা মামলায় দুদক সূত্রে জানাগেছে, যমুনা সেতুর পরিচালনা ও রক্ষনাবেক্ষণ কাজের জন্য নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মার্গারেট ওয়ান লিঃ এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের নিকট হতে ৩০/০৯/২০০৪ খ্রিঃ তারিখ হতে ১৮/১০/২০০৬ খ্রিঃ তারিখ পর্যন্ত বিভিন্ন চেকের মাধ্যমে ৬ লক্ষ টাকা উৎকোচ গ্রহণের অভিযোগে মামলার সুষ্ট তদন্তের জন্য তাকে তলব করা হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, নাজমুল হুদাকে ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
/এন এস/এ আই