ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক


৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৯

ফাইল ফটো

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ফজলুল করিম নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার বড়পুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফজলুল করিম সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরের হালিশহরে আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপ গাড়ি আটকে রেখে চাঁদা দাবি করেন ফজলুল করিম। 

 

হালিশহর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব বলেন, ফজলুল করিম থানা হাজতে আছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।