ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

মোহাম্মদপুরে ছিনতাইকারীদের উৎপাত


৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২১

সংগৃহিত

মোহাম্মদপুরে দিন‌ দিন‌ ছিনতাইকারীদের উৎপাত বেড়েই চলেছে। গত ১ তারিখ রাতে মোঃ তুষার ছিনতাই কারীদের ছুরির আঘাতে গুরুতর আহত হয়। তুষার একজন লেগুনা চালক। রাত ১১ টার সময় নবোদয় হাউজিংয়ের বি ব্লকের ৪ নাম্বার রোড দিয়ে বাসায় যাওয়ার সময় ছিনতাই কারীদের কবলে পড়ে। ছিনতাইকারীদের সঙ্গে বাকবিতন্ডার সময় তুষারের পেটেছিুরি দিয়ে আঘাত করে।

আহতবস্থায় তুষার জানায়, বিল্লাল গাজী ওরফে ফাইটার বিল্লাল ওরফে(ফাইটার গ্যাং এর প্রধান), পিচ্চি কাদের, রিয়াজ,আমির,ওয়ান পিস মাহিন,রুবেল বেপারী,মাছ ফরিদ, মন্ডল ওরফে হাত কাটা পশু এরাই তাকে ছুরি দিয়ে আঘাত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, এরা সবাই দিনের বেলায় সাধারণ মানুষের সাথে মিশে থাকে।রাতের বেলা হয়ে ওঠে ভয়ংকর ছিনতাই কারী এবং এরা বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং এরা বিভিন্ন আওয়ামী লীগ নেতার ভাড়াটে খুনি হিসেবে কাজ করে। এরা হলো, মোঃ রুহুল আমিন জিনী সাবেক কাউন্সিলর তারেকুজজামান রাজীব এর ডান হাত ছিল, যুবলীগ নেতা ওয়ান পিস সুমন, যুবলীগ নেতা এনামুল হক পাপ্পু,মাদক ব্যবসায়ী জনির ওরফে রক্ত চোষা জনি। এদের ছত্র ছায়ায় ছিনতাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় এরা ফাইটার গ্যাং দিয়ে খুন,গুম, অপহরণ, চাঁদাবাজি পরিচালনা করতো।

গত কয়েক বছর আগে সিরুকে রাজনৈতিক কারণে মোঃপুর ঢাকা উদ্যান একতা হাউজিংয়ে এই ফাইটার গ্যাং গলা কেটে হত্যা করে। মোঃ পুর থানায় এদের নামে অনেক অপকর্মের মামলা রয়েছে।