বাস হেলপারকে মারধর করা কথিত ‘সহ-সমন্বয়ক’ ছিল জবি ছাত্রলীগের কর্মী
-2024-09-03-12-34-11.jpg)
‘তুই চিনস আমারে, চিনস? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক’, এই বলে লোকাল বাসের এক হেলপারকে কয়েকটি চড়-থাপ্পড় দেয়া শিক্ষার্থী ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী। রাজনীতি করেছেন সেক্রেটারি এস এম আকতার হোসাইনের প্যানেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ-সমন্বয়ক পরিচয়ে চড়-থাপ্পড় মারার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে বাসের হেলপারকে বলতে শোনা যায়, ‘আমরাও তো এই আন্দোলনে ছিলাম ভাই।’ তখন ওই শিক্ষার্থী বারবার কাকে যেন ফোন দিচ্ছিল এবং একইসঙ্গে আইডি কার্ড দেখিয়ে বলছিল, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের সহ-সমন্বয়ক।
সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুক ছড়িয়ে পড়া ওই এক মিনিট ৭ সেকেন্ডের ভিডিও এখন ভাইরাল। তবে কোন বাসে বা কোন জায়গার ঘটনা এটি, তা এখনো জানা যায়নি।
ভিডিওর ওই শিক্ষার্থীর নাম তওসিফ শাকিল ডাক নাম শাকিল, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী হলেও রিঅ্যাডমিশন নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল ১৫তম ব্যাচের সঙ্গে। জানা যায়, এই শিক্ষার্থী উত্তরণ বাস কমিটির সভাপতি ছিলেন, এই সুবাদে বাসে চলাচলকারী শিক্ষার্থীদের সঙ্গে যাচ্ছেতাই ব্যবহার করতেন বলেও কয়েকজন অভিযোগ জানিয়েছে।
ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়ে সন্দেহ হবার কারণে ১৬, ১৭ ও ১৮ ব্যাচের সব শিক্ষার্থী তাকে গত ১ আগস্ট বয়কট ঘোষণা করে। পরে গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত সে বিশ্ববিদ্যালয়ের বাসে আসেনি বলে জানা যায়। এ জন্য লোকাল বাসে চলাচল করতো এই শিক্ষার্থী। কথিত সহ-সমন্বয়ক দাবি করা ওই শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ-সমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্যবিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয়, তাতেও নাম নেই এই শাকিলের।