খোঁজ পাওয়া আবেদ আলীর যত সম্পদ

একজন সরকারি চাকর বিসিএস প্রশ্নফাঁসের কেলেঙ্কারিতে অভিযুক্ত ড্রাইভার আবেদ আলির সম্পদের (যতটুকু জানা গেছে) সংক্ষিপ্ত বিবরণঃ
বউয়ের নামে-
১। ঢাকার ধানমন্ডিতে ১১ নম্বর রোডে ৪ কোটি টাকা মূল্যের ২ হাজার ৪০০ বর্গফুটের ফ্ল্যাট।
২। ঢাকার মোহাম্মদপুরে ইকবাল রোডে ৫ কোটি টাকা মূল্যের ৪ হাজার ৮২০ বর্গফুটের ফ্ল্যাট।
৩। ঢাকার মোহাম্মদপুরে নবোদয় হাউজিং সোসাইটির বি ব্লকে ১০ কোটি টাকা মূল্যের বহুতল বাড়ি।
৪। মানিকগঞ্জের রাখোরা মৌজায় ১০ কোটি টাকা মূল্যের ২০ বিঘা জমি।
৫। ঢাকার বাড্ডার সাঁতারকুল মৌজায় ১০ কোটি টাকা মূল্যের ৮ বিঘা জমি।
৬। ঢাকার পান্থপথে ৪ কোটি টাকা মূল্যের ৪০০ বর্গফুটের দোকান।
৭। ঢাকার মতিঝিলে ৫৩ বায়তুল মোকাররমে ১০ কোটি টাকার ৩০০ বর্গফুটের দোকান।
৮। কক্সবাজারের টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের স্থাপনাসহ ৩ বিঘা জমি।
৯। কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ১০ কোটি টাকা মূল্যের স্থাপনাসহ ১ বিঘা জমি।
১০। চট্টগ্রামের পাহাড়তলীতে ১০ কোটি টাকা মূল্যের ৬ কাঠা জমি।
নিজ নামে -
১। ঢাকার ধানমন্ডির ১৬ নম্বর রোডে ৬ কোটি টাকা মূল্যের ৩ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট।
২। ঢাকার চন্দ্রিমা সুপার মার্কেটে ২ কোটি টাকা মূল্যের ৩০০ বর্গফুটের দোকান।
৩। পূর্বাচলে ২০ কোটি টাকা মূল্যের স্থাপনাসহ ১০ কাঠা জমি।
৪। বাগেরহাটের গোপালকাঠি গ্রামে ২০ কোটি টাকা মূল্যের স্থাপনাসহ ১০ কাঠা জমি।
এছাড়াও স্বর্নালংকার ও ক্যাশ টাকার হিসাবের তথ্য জানা যায়নি