ঢাকা বুধবার, ৮ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


ঢাকা-২০ আসনে আটকে গেল বিএনপি’র তমিজউদ্দিনের ভোট


১২ ডিসেম্বর ২০১৮ ২৩:০৯

ছবি সংগৃহিত

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে পারেছেন না ঢাকা-২০ আসনের বিএনপি প্রার্থী তমিজউদ্দিন।

তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশনের(ইসি)।তবে ইসির এই সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

গতকাল ১১ ডিসেম্বর বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।


ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমেদ।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, ধামরাই উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তমিজউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের আগেই তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ কারণে প্রথমে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

এর বিরুদ্ধে তিনি আপিল করলে ইসি তা মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

পরে বেনজির আহমেদ রিট করলে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন।