ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত


২৮ জানুয়ারী ২০২০ ১১:২১

ছবি-নতুনসময়

পাবনা প্রেসক্লাব মসজিদে আনন্দ টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক আব্বাস উল্লাহ সিকদার স্মরনে সোমবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল আহম্মেদ সিদ্দিকী, যায়যায়দিন জেলা প্রতিনিধি আরিফ আহম্মেদ সিদ্দিকী, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি রুমি খন্দকার, কবি আমিনুর রহমান খান, বিজয় টিভির জেলা প্রতিনিধি প্রবীর সাহা, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি আর কে আকাশ, ভোরের দর্পণ জেলা প্রতিনিধি রনি ইমরান, সাম্প্রতিক দেশকাল ও লাখোকন্ঠের”জেলা প্রতিনিধি ফজলুলহক, ক্যামেরাপার্সন জিয়াউল হক রিপন, খবর বাংলার স্টাফ রিপোর্টার সোহেল রানা, সাংবাদিক হেলাল উদ্দিন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আরিফপুর জে ইউ এস ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাকসুদুর রহমান। এ সময় আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।