ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


জয় দিয়ে সাফ শুরু ভারতের


৬ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২২

সাফে গত সাতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত। তবে সাফের ১০ তম আসরে মূল দল নিয়ে ঢাকায় আসেনি ভারত। লংকার বিপক্ষে অনূর্ধ্ব-২৩ দল নিয়েই প্রথম খেলায় ২-০ গোলে জয় পেয়েছে চ্যাম্পিয়নরা।

বুধবার (৫ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মাঠে নামে দুই দল। খেলার শুরু থেকেই লঙ্কার গোল পোস্টে একের পর এক আক্রমণ চালায়। ৩৫ মিনিটে আশিক কোরুনিয়ানের গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ১-০তে এগিয়ে বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে আক্রমণাত্মক খেলে ৪৭ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিলিয়ানজুয়াল ছংটা। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জিতে সাফ মিশনের যাত্রা শুরু করে ভারত।

টুর্নামেন্ট শুরুর এক দিন আগে সোমবার ঢাকায় আসে ভারত। ফিফা র‌্যাংকিংয়ে ৯৬ স্থানে থাকা দলটি। বয়সভিত্তিক দল নিয়েই কোচ স্টিভেন কনস্ট্যান্টাইনের অধীনে সাফের অষ্টম শিরোপা জিততে চায়।

অপরদিকে ১৯৯৫ সালে ভারতকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলংকা। ১৯৯৩ সালে সাফের প্রথম আসরে রানার্স আপ হয়েছিল লংকানরা। এরপর সাফের গত সাত আসরে ফাইনালেও খেলতে পারেনি শ্রীলংকা।

ইম/এসএ