শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতের জয়, সমতায় শেষ টেস্ট সিরিজ

মোহাম্মদ সিরাজের ইয়র্কারে উড়লো গাস অ্যাটকিনসনের অফস্টাম্প। ওভালের বুকে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়লেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। আগের দিন হ্যারি ব্রুকের ক্যাচ হাতে জমিয়েও পা বাউন্ডারি ছুঁয়ে ছক্কা বানিয়ে দিয়ে বিপর্যয় প্রায় ডেকে এনেছিলেন। খলনায়ক হতে হতেও আজ সিরাজ হয়ে গেলেন নায়ক। নিলেন ৫ উইকেট, ভারতকে জেতালেন ৬ রানে।
শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ওভালের এই জয়ে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার’ ট্রফির পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ব্যবধানে ড্র করলো শুবমান গিলের নেতৃত্বাধীন দল।
আজ সোমবার (৪ আগস্ট) শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। দিনের শুরুতেই একমাত্র ‘স্বীকৃত’ ব্যাটার জেমি স্মিথকে হারায় ইংল্যান্ড। এরপর জেমি ওভারটনও সাজঘরে ফেরেন। দুটি উইকেটই তুলে নেন মোহাম্মদ সিরাজ।
রুদ্ধশ্বাস লড়াইয়ে দিনের ১০ম ওভারে শেষটাও করেছেন সিরাজই। মাঝে জশ টাংয়ের উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। তিনি তুলে নেন ৪টি উইকেট। ৮৫.১ ওভারে দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড।
দলের জয়ে হ্যারি ব্রুক, জো রুট ও বেন ডাকেটরা অসাধারণ ব্যাটিং করেন। কিন্তু লেজের ব্যাটসম্যানরা বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারায় ঘরের মাঠেই হেরে বসে ইংলিশরা।
চতুর্থ ইনিংসে হ্যারি ব্রুক সর্বোচ্চ ১১১ রান করেন। ১০৪ রান করেন সাবেক অধিনায়ক জো রুট। ৫৪ রান করেন বেন ডাকেট।
দলীয় ৩৩৭ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জো রুট আউট হওয়ার পর দলের হাল ধরতে পারেননি জেমি স্মিথ, ওভারটন কিংবা অ্যাটকিনসনরা। শেষ দিকে ইংল্যান্ড মাত্র ৩০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে সিরিজ জয় থেকে বঞ্চিত হয়।