ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বিপিলের প্লেয়ার ড্রাফটের সময় নির্ধারণ


২ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০৮

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের প্লেয়ার ড্রাফট হবে আগামী ২৫ অক্টোবর। এবারের আসরে থাকবে রিভিউ পদ্ধতি।

শনিবার (১ সেপ্টেম্বর) ফ্রাঞ্চাইজিদের সঙ্গে সভা শেষে বিপিএলে গভর্নিং বডির সদস্যসচিব ইসমাইল হায়দার এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৫ অক্টোবর বিপিএলের প্লেয়ার ড্রাফট হবে। এবারের আসরে রিভিউ সিস্টেম থাকবে। অংশগ্রহণকারী দলগুলো ইনিংসে একটি করে রিভিউ নিতে পারবে।

ঘরোয়া ক্রিকেট আম্পারিং নিয়ে বিতর্ক আছে। সেই বিতর্ক বিপিএলেও আছে। এ বিতর্ক এড়াতে এবারের আসরে প্রতি ম্যাচে একজন করে বিদেশি আম্পায়ার রাখা হবে বলছেন বিসিবির এ পরিচালক।

তিনি আরও বলেন, বিপিএলের প্রতিটি দল চারজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে। সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে রেখে দেয়া খেলোয়াড়দের নাম দিতে হবে। ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।

আগামী ৫ জানুয়ারি বিপিএলের মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এসএ