ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ভারতীয় সাংবাদিককে ছাড় দিলেন না মাশরাফি


২০ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২০

শুক্রবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারতের ম্যাচ। ম্যাচ শুরু হতে এখনও অনেক সময় বাকি। এরইমধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

মাঠে নামার আগেই ইতিমধ্যে বাংলাদেশ-ভারতের বাক-যুদ্ধ শুরু হয়ে গেছে। যার শুরুটা ভারতীয় সংবাদমাধ্যম থেকেই হয়েছে। অবশ্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে আটকে দিতে গিয়ে মাশরাফির প্রতুত্তর শুনে থমকে যান সাংবাদিক।

ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে প্রশ্ন করেছিলেন, ‘বিরাট কোহলি না থাকাটা নিশ্চয়ই আপনাদের জন্য বাড়তি সুবিধা হবে?’ এমন প্রশ্নে ভড়কে না গিয়ে মাশরাফির উত্তরে অনেকটাই বোকা বণে যান সাংবাদিক। জবাবে মাশরাফি বলেন, ‘আমাদের তো তামিম ইকবালও নেই। এটাও আপনাদের জন্য সুবিধা হওয়ার কথা, তাই না?’।

এমন উত্তরে সাংবাদিক কিছুটা ভড়কে যান। তবে সঙ্গে সঙ্গেই সাংবাদিক প্রসঙ্গ বদলে ফেলেন।

এমএ