ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৫৬

ওবায়দুল কাদের

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক তার ভেরিফাইড ফেসবুক পেজে সবার উদ্দেশ্যে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানান সেতুমন্ত্রী।

এসময় তার নিজের বেশ কিছু ছবিও আপলোড করেন তিনি। ছবিগুলোতে ভালবাসার প্রতীক হিসেবে লাল রঙের টাই পরতে দেখা গেছে তাকে।

এদিকে সেতুমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বসিত তার সমর্থকরা। তার ফেসবুক পোস্টটিতে শুভ কামনা ও ভালবাসা জানাচ্ছে তারা।

তবে ভালবাসার এ বিশেষ দিনেও ব্যস্ত সময় পার করছেন ওবায়দুল কাদের। সকাল বেলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শনও করেন তিনি। পরিদর্শনের বেশ কিছু ছবিও শেয়ার করেন তার ফেসবুক ওয়ালে।