ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

গাড়িতে হঠাৎ লাফিয়ে পড়ে সিংহ, অতঃপর (ভিডিও)


৮ সেপ্টেম্বর ২০১৮ ০১:৫১

সিংহও চেটে দিচ্ছে পার্কে বেড়াতে আসা মানুষজনের শরীর! সিনেমা নয়, ঘটনাটি একেবারে বাস্তব। সাফারি পার্কে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে হঠাৎ লাফিয়ে পড়ে সিংহ। সিংহটির সঙ্গে খেলা-মজায় মাতলেন পর্যটকরা। পাশে দাঁড়িয়ে পুরো ঘটনা ভিডিও করেন আরেক নারী। ঘটনাটি ক্রিমিয়া-র ভিলনোহার্সকে তাইগান সাফারি পার্কের।

সম্প্রতি ওই পার্কে কয়েক জন মিলে বেড়াতে যান। সেখানে একটি খোলা সাফারি ভ্যান ভাড়া করেন তারা। ওই ভ্যানে করেই ঘুরে দেখতে থাকেন গোটা পার্ক। হঠাৎ করেই ঘটে যায় পুরো ঘটনাটি।

ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতেই ওই বিদেশিদের সাহস দেখে তাজ্জব নেটিজেনরা! ভয় ও আনন্দের মিশেলের ওই ভিডিওটি সোশ্যাল সাইটে এখন ভাইরাল!

এসএ