ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

ক্ষমা চাওয়ায় ফেসবুক খুলে দেওয়া হচ্ছে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী


৩১ জুলাই ২০২৪ ১৩:৫৬

ফাইল ফটো

ক্ষমা চাওয়ায় ফেসবুক খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

 

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে তিনি এ কথা বলেন।

 

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে আরও দায়িত্বশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক। বাংলাদেশে যে ফ্যাক্ট চ্যাকিং প্রতিষ্ঠান ফেসবুকের হয়ে কাজ করছে, তারা স্বাধীনতা বিরোধীদের দ্বারা প্রভাবিত, সে জন্য ফেসবুক বৈষম্যমূলক আচরণ করছে।

 

তিনি বলেন, বুধবার বিকেলের মধ্যে যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ে জন্য সাময়িক বিধিনিষেধ আরোপ করেছিলাম। সার্বিক বিবেচনা করে ফেসবুক, টিকটক, ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো বাধা রাখছি না। আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি, আশা করছি আজকের মধ্যে সবগুলো চালু হয়ে যাবে।

 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। আজ রোববার বিকেল ৩টা থেকে সারা দেশে ফের এ সেবা চালু করা হয়েছে। তবে বাংলাদেশে বর্তমানে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপসহ সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে। আজ বিকেলের মধ্যে তা খুলে দেওয়া হবে বলে জানা গেছে।