ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

আসছে আইফোন অ্যাপলের ৩টি নতুন মডেল


১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০১

বরাবরের মত চলতি বছরের সেপ্টেম্বরেই বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল উন্মুক্ত করতে যাচ্ছে আইফোনের নতুন তিনটি মডেল। আগামী ১২ সেপ্টেম্বরেই জানা যাবে নতুন প্রযু্ক্তির এই আইফোনে কী কী সুবিধা থাকছে।

উন্মোচনের আগে কোন ফোন সম্পর্কে জানা সম্ভব হয় না। তবুও বিশেষজ্ঞরা অনুমান করছেন, নতুন ও আধুনিক মডেলের তিনটি আইফোন উন্মোচন করা হবে। পাশাপাশি নতুন আইপ্যাড এবং অ্যাপল ওয়াচও উন্মুক্ত করা হবে।

জানা গেছে, নতুন মডেলগুলো হতে পারে আইফোন-৯, আইফোন-১১ ও আইফোন-১১ প্লাস। আইপ্যাডের ডিসপ্লে আগের চেয়ে বড় হবে। তাছাড়া ওয়াচেও থাকবে অনেক নতুনত্ব।

অবশেষে বৃহস্পতিবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে অ্যাপল থেকে আমন্ত্রণ পাঠিয়েছে। সবকিছু ঠিক থাকলে আসছে ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় এ অনুষ্ঠানটির উদ্বোধন হবে।