ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব ইসির


১৭ নভেম্বর ২০১৮ ১৯:৪৪

ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের। বিরোধী রাজনীতিক দলগুলোর আনা এ অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কার্যালয়ে ১৪ দলের বৈঠকে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড কনডিউসিভ অ্যাটমোসফিয়ার সম্পূর্ণ ইস্যুটিই এখন নির্বাচন কমিশনের এখতিয়ার। তারা যদি মনে করেন কনিজিনিয়াল অর কনডিউসিভ অ্যাটমোসফিয়ার অনুপস্থিত আছে তবেই এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশনার।’

তিনি বলেন, দুই-একদিনের মধ্যে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন ঠিক হবে। শরিক দলের সঙ্গে বসেই মনোনয়ন চূড়ান্ত করা হবে। এক সপ্তাহের মধ্যে শরিক দলগুলোর প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান। এসময় তিনি অভিযোগ করেন, লবিস্ট নিয়োগ করে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপি সংশয় সৃষ্টি করছে।

আরকেএইচ