ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


এখনো ভোট নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় ২৩ দল


১১ নভেম্বর ২০১৮ ০২:৪৬

ছবি-নতুন সময়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দল। এ বিষয়ে আজ শনিবারের বৈঠকেও সিদ্ধান্ত নিতে পারেনি জোটের শরিকরা। বৈঠক শেষে জোটের কয়েকজন শীর্ষ নেতা এ তথ্য জানিয়েছেন। সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩ দলীয় জোটের বৈঠক শুরু হয়।

তাঁরা বলেছেন, বৈঠকে আগামী নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সব দল নিজেদের মতামত দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো এক-দুইদিন সময় লাগবে। তবে কয়েকটি দল জানিয়েছে, বিএনপি নির্বাচনে অংশ নিলে তারাও অংশ নেবে। নির্বাচনে অংশ নিলে পরবর্তী অবস্থা কেমন হবে আর না নিলে কেমন হবে সে বিষয়েও সবাই নিজেদের মতামত দিয়েছেন। জোটগত ভাবে নির্বাচনে অংশ নিলেও নিজ নিজ দলীয় প্রতীকে অংশ নেবেন জোটের শরিকরা। যাদের দলের নিবন্ধন নেই তাঁরা জোটগতভাবে ধানের শীষ প্রতীকে অংশ নেবে।

এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ও আমার দল নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেব।

বৈঠকে ২৩ দলীয় জোটের নেতাদের মধ্যে রয়েছেন, জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব, জমিয়তে উলামায়ে ইসলামের নূর হোসেন কাসেমী, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের মাওলানা ইসহাক, বি‌জে‌পির সভাপতি আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার তাসমিয়া প্রধান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদ, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিকেল ৫টার দিকে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ওই বৈঠক শেষে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে দলটি। এরপর রাত সাড়ে ৮টার দিকে গুলশান কার্যালয়ে বৈঠকে বসবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সেখানে সিদ্ধান্ত হবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেবে কি না।

আরকেএইচ