ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


আজ বলে যাচ্ছি, খালেদা জিয়াকে মুক্ত করবই


৭ নভেম্বর ২০১৮ ১৯:৪৮

ফাইল ফটো

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ’৭১-এর ৭ মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আমরা স্বাধীনতা এনেছিলাম। আজকে বলে যাচ্ছি, ড. কামালের নেতৃত্ব গণতন্ত্রকে মুক্ত করব, খালেদা জিয়াকে মুক্ত করব।’

মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এ কথা বলেন তিনি।

সোহরাওয়ার্দী উদ্যানে আজকের লোক সমাগম সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, ‘টঙ্গি বন্ধ, এই দিকে বন্ধ, সব বন্ধের পরেও আমার মুখে বলা উচিত যে, একটু সোহরাওয়ার্দী উদ্যানে আইসা আপনে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেইখা যান।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘গত ৪ তারিখ উনি এখানে এসছিলেন, আল্লামা শফির এক মিটিংয়ে। আল্লামা শফি ভুলে যেতে পারে, আমি কাদের সিদ্দীকি ভুলি নাই। শাপলা চত্বরে ঈমানদারদের রক্ত ঝরিয়েছে, এই রক্তের বদলা না নিলে আমরা বেইমানে পরিণত হবো। ইলেকশন দিতে হবে হাসিনাকে।’

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়া এই নেতা বলেন, ‘রাজাকার মহিউদ্দিনের গাড়িতে পতাকা তুলে দিয়েছে আওয়ামী লীগ। আশিকুর রহমানের গাড়িতেও আওয়ামী লীগ পতাকা তুলে দিয়েছে।’

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি বিএনপিতে যোগ দেইনি। ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি। জিততে হলে জয় আপনাদের হাতে। হারতে চাইলেও তা আপনাদের হাতে। শেখ হাসিনা কিছু করতে পারবেন না। নির্বাচন পর্যন্ত বিএনপিকে ভুলে হিমাদ্রীর মতো সোজা হয়ে দাঁড়ান।’