ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের সমাবেশ আজ


৬ নভেম্বর ২০১৮ ১৬:৫৯

ছবি-নতুন সময়


১১ লক্ষ্য ও সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ আজ মঙ্গলবার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২টা থেকে সন্ধ্য ৬টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণ, মাইক স্থাপনসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের এটাই প্রথম সমাবেশ। সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। এই সমাবেশ থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা আদায়ে তারা সরকারকে সময় বেঁধে দেবেন।

এই সমাবেশের সভাপত্বি করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এতে আরো বক্তব্য রাখবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এছাড়া প্রথমবারের মতো ঐক্যফ্রন্টের মঞ্চে উঠবেন কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আরকেএইচ