ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


‘মান্না তো দারুণ দিলো, তুমি মিয়া তার লগে ধরা খাইলা’


৪ নভেম্বর ২০১৮ ২২:৩৯

মাহমুদুর রহমান মান্না, রুহুল কবির রিজভী ও মির্জা আব্বাস। ফাইল ফটো

দলের মধ্যে ঠোঁট কাটা হিসেবেই তাঁর পরিচয়। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া কাউকেই ছেড়ে কথা বলেন না। যা বলার মুখের উপরই বলেন। মির্জা আব্বাস বিএনপির পুরোনো পরীক্ষিত নেতাদের একজন। তিনিই আজ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বললেন, ‘কি মিয়া মান্না তো তোমারে ডিফিট দিলো। তোমার বকবকানিতে জোর কমল কেন?’

প্রথমে রিজভী ঘটনা বুঝতে পারেননি। পরে মির্জা আব্বাস বলেন, ‘দেখো না, মান্নায় গণভবনে খাওন লইয়া কি দারুণ দিলো। তুমি তো ফ্লপ। ফখরুল ভাই ড. কামালের লগে পারতাছে না, তুমিও মান্নার লগে ধরা খাইলা। বিএনপি টিকবো কেমনে?’

রিজভী মির্জা আব্বাসের কথায় একটু বিব্রত হন। মির্জা আব্বাস তাঁকে বলেন, ‘বকবকানির স্পিড বাড়াও। মান্না তো তোমার জায়গা দখল করে নিচ্ছে।’

গত ১ নভেম্বর গণভবনে সংলাপে যায় জাতীয় ঐক্যফ্রন্ট। সেখানে নৈশভোজে বিএনপি নেতাদের খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল’ হয়। জাতীয় ঐক্যফ্রন্ট অন্তর্ভুক্ত নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না ৩ নভেম্বর এক অনুষ্ঠানে এর প্রতিবাদ জানান। তিনি সরকারকে ‘ছোটলোক’ বলেন। রিজভী অবশ্য খাওয়ার ছবি দেখে হতবাক হয়ে বলেছিলেন ‘আমাদের নেতারা এত ক্ষুধার্ত।’