ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


ন্যাপকে জোটবদ্ধ থাকার আহ্বান: সাজু


২৩ অক্টোবর ২০১৮ ১৮:১৫

ন্যাপের সুপার সেভেনের অন্যতম সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু বলেছেন,আগামী নির্বাচনে ন্যাপ জোটবদ্ধ ভাবে থাকবে। গতকাল সন্ধ্যায় এক সাক্ষাতকালে তিনি জানান, ২০ দল থেকে বাংলাদেশ ন্যাপের একাংশ সরে গেলেও দলটি জোটের সাথে থাকবে।


জোট ছাড়ার বিষয় সৈয়দ শাহজাহান সাজু বলেন, ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ন্যাপ এর আংশিক কয়েকজন নেতা ২০ দল ছাড়লেও বেশির ভাগ বাংলাদেশ ন্যাপের নেতাকর্মীরা তাদের সাথে যাননি। তিনি দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এসএমএন