ঢাকা শনিবার, ২৮শে জুন ২০২৫, ১৫ই আষাঢ় ১৪৩২


রোহিঙ্গা সংকটে ওআইসির সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী


৩১ মে ২০১৯ ০৭:২৮

রোহিঙ্গা সংকট মোকাবেলায় ওআইসি সদস্য দেশগুলোর সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ সহায়তা চান।

বৃহস্পতিবার (৩০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ৩০ মে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। ওআইসির ১৪ তম শীর্ষ সম্মেলন সামনে রেখে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ড. মোমেন বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোর করে বাস্তুচ্যুত করা হয়েছে। বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। এই সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহায়তা চান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের জন্য মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। রোহিঙ্গাদের অধিকার রক্ষা ও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মিয়ানমারকে বিচারের আওতায় আনার জন্য গাম্বিয়া সরকার উদ্যোগ নিয়েছে। সে জন্য গাম্বিয়াকে সাধুবাদ জানান ড. মোমেন।

বৈঠকে রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ উপস্থিত ছিলেন। শুক্রবার (৩১ মে) ওআইসির ১৪তম শীর্ষ সম্মেলন শুরু হবে। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন।


নতুনসময়/এনএইচ