ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৫ই পৌষ ১৪৩২


সারাদেশে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান কর্মসূচি


৯ নভেম্বর ২০২৫ ১২:৩৫

সংগৃহীত

দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

 

রোববার (৯ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন জেলায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত রয়েছেন শিক্ষকরা। ফলে সারাদেশের প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

 

এদিন বিদ্যালয়ে গিয়েও ফিরে যায় অনেক ছাত্র-ছাত্রী। পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের অভিভাবকরাও উদ্বেগ জানিয়েছেন।