ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


নবীনগরে গরমে অসুস্থ ২২ ছাত্রী, ৪ জন হাসপাতালে ভর্তি


২৬ আগস্ট ২০২৫ ১৯:৩৪

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার (২৬আগস্ট) দুপুরে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে হঠাৎ ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও চারজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, দুপুরে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় এবং স্কুল ছুটি ঘোষণা করা হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, এ ধরনের অসুস্থতার মূল কারণ হলো heat adjection বা অতিরিক্ত গরমে শরীরের প্রভাব। শরীরের অতিরিক্ত ঘাম, পর্যাপ্ত পানি ও লবণের অভাব, শারীরিক দুর্বলতা এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে শিক্ষার্থীরা এভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। তিনি আরো বলেন, গরমের সময় শিশু ও কিশোরদের যথেষ্ট পানি পান এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।