ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


শার্শায় পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


২২ আগস্ট ২০২৫ ১৯:৪৫

সংগৃহীত

যশোর জেলার শার্শা উপজেলার কায়বা ও গোগা ইউনিয়নে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে শনিবার সকাল থেকে এসব ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধিরাও সহযোগিতা করেন।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে শার্শার অন্যান্য ইউনিয়নের পানিবন্দি পরিবারগুলোর কাছেও ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এসময় ইউএনও বলেন, “কোনও পরিবার ত্রাণের বাইরে থাকবে না। সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।”

 

এদিকে ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।