ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


‌বিচারকের বাসায় ঘুষ পাঠিয়ে পদ হারালেন জামায়াতের পি‌পি


২২ আগস্ট ২০২৫ ১১:৪৫

সংগৃহীত

বিচারকের বাসায় ঘুষ পাঠানোর অভিযোগে আইনজী‌বি স‌মি‌তির সদস্যপদ স্থ‌গিত হবার পর জেলা জামায়া‌তের সাংগঠ‌নিক সদস্যপদও হারালেন পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌশলী (পিপি) এডভোকেট মো. রুহুল আমিন।

 

বৃহস্প‌তিবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার সে‌ক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য নি‌শ্চিত হওয়া গে‌ছে।

 

প্রেস‌ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, পটুয়াখালী বার সমিতির সদস্য পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভো‌কেট রুহুল আমীন এর পেশাগত অনিয়মের অভিযোগ প্রসঙ্গে প্রকাশিত খবরের প্রতি স্থানীয় পৌরসভা ও জেলা সংগঠনের দায়িত্বশীলদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে জরুরী ভিত্তিতে দায়িত্বশীলরা আনুষ্ঠানিক সভায় বসেন। সভায় বিষয়টি আলোচনা পর্যালোচনা করে অ্যাডভোকেট রুহুল আমীন এর সাংগঠনিক সদস্য পদ মূলতবী করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। তিন দিনের সময়সীমায় তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করিবেন। প্রতিবেদনের ধারাবাহিকতায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

এর আ‌গে, বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনজীবী সমিতির এক জরুরি সভায় উক্ত আদাল‌তের পি‌পি অ্যাড‌ভো‌কেট রুহুল আমিনের সদস্যপদ সাম‌য়িকভা‌বে স্থ‌গিত করা হয়।‌